মাহমুদ ফারুক:
স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখতে রামগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নকে সমন্বিতভাবে উন্নতমানের অ্যাম্বুলেন্স “স্বপ্নযাত্রা” প্রদান করা হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)র নির্বাহী পরিচালক শেখ ইউসুফ হারুন অ্যাম্বুলেন্সের চাবি স্থানীয় চেয়ারম্যানগণের হাতে তুলে দেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাক্তার নাজমুল হক, ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম বুলবুল, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদ হোসেন ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন খাঁন প্রমূখ।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তাগণ জানান, রামগঞ্জ উপজেলার ভাদুর, ভাটরা, ভোলাকোট ও কাঞ্চনপুর ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও দ্রুত সেবা পেতে খুবই কম খরছে এ অ্যাম্বুলেন্স সেবা নেয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার, গ্রাম আমার শহর বাস্তবায়নে পর্যায়ক্রমে উপজেলার বাকী ৬ ইউনিয়নবাসীর জন্যও একই
ধরনের অ্যাম্বুলেন্স উপহার দেয়া হবে।