নিজস্ব প্রতিবেদক:
দলীয় কোন্দলের জের ধরে সোমবার রাতে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রামগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইঁয়ার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজ দলের একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হযরত শাহমিরান দরগা বাড়ি সড়কের চাড়াল বাড়ীর সামনে। সংবাদ পেয়ে রাতেই রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ভুইঁয়া ঐ রাতেই কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল মাহমুদ রাজ, সাধারণ সম্পাদক নাহিম হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন নেতাকে দায়ী করে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গোলাম মোস্তফা ভুইয়াকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া জানান, সোমবার সন্ধায় পূর্বে রেজিস্ট্রি একটি জমির দলিল গ্রাহকের কাছে দিতে তিনি মোটরসাইকেলযোগে একই এলাকার কাটাখালি এলাকায় যান। রাত প্রায় ৯টায় তিনি বাড়ী ফেরার পথে কাটাখালি এলাকা থেকে ৩/৪জন যুবক মোটরসাইকেল নিয়ে তার পিছু নেয়।
কিছুদুর আসার পর কাঞ্চনপুর শাহমিরান দরগা শরীফ এলাকার চাড়াল বাড়ীর সামনে এলে পিছু নেয়া মোটরসাইকেল আরোহীরা তার গতিরোধ করে কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি মারধর করতে থাকে। এসময় তিনি চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তিনি হামলাকারীদের চিনতে পারেন বলেও অভিযোগ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন খাঁন বলেন আমি ঢাকায় আছি। শুনেছি ছাত্রলীগের সভাপতি উপর হামলা হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির মোল্লা জানান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির উপর হামলার ঘটনা শুনে আমরা কাটাখালী গিয়েছি। গোলাম মোস্তফা ভুইয়ার উপর হামলার ঘটনা শুনিনি।
তবে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাছেল মাহমুদ রাজ জানান, আমার উপর কোন হামলার ঘটনা ঘটেনি। আমি তো চৌধুরী বাজারের একটি দোকানে ছিলাম।
স্থানীয় যুবলীগ নেতা আব্দুর রব, বাবুল হোসেন, শ্রমিক লীগ নেতা বিলাল হোসেন বলেন গোলাম মোস্তফা ভুইয়া আওয়ামীলীগের দুঃসময়ের নেতা। বিএনপি জামায়াত ক্ষমতা থাকাকালে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। আর এখন নিজ দলের নেতাকর্মীদের রোষানলের শিকার মোস্তফা ভূইয়া।
রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ময়নুল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তদন্ত চলছে। পরিস্থিতি শান্ত আছে বর্তমানে।