নিজস্ব প্রতিবেদক:
চলতি হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর আর কোনো কোটা খালি নেই। কোনো উপায়ে ভিসা ইস্যু করারও সুযোগ নেই। এ বিষয়ে গণমাধ্যমে ‘পবিত্র হজ নিয়ে প্রতারণার বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা।
মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোনো কোটা খালি নেই এবং কোনো উপায়ে হজযাত্রী অথবা কোনো ব্যক্তির অনুকূলে ভিসা ইস্যু করানোর কোনো সুযোগ নেই। কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজসরল ধর্মপ্রাণ মুসলমানগণকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়।
এতে বলা হয়, এমতাবস্থায়, এ ধরনের প্রতারকদের নিকট থেকে সর্বসাধারণকে সতর্ক থাকাসহ তাদের সাথে কোনো প্রকার লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ ধরনের লেনদেনে যদি কেউ প্রতারিত হয় তাহলে এর দায়দায়িত্ব সরকার বহন করবে না।
সূত্র: দৈনিক দেশ রূপান্তর