রেদোয়ান সালেহীন নাঈম:
ভারতে হযরত মুহাম্মদ স. ও আয়েশা রা: কে উদ্দেশ্য করে অবমাননাকর ও নেক্কারজনক কটূক্তির প্রতিবাদে রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অব্যাহত রয়েছে।
আজ বুধবার দুপুরে রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী, করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার, লক্ষ্মীধরপাড়া বাজার, আলীপুর আলোর প্রত্যয়, রামগঞ্জ সরকারী ও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরাও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
এসময় বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় বক্তারা জানান, সারা বিশ্বের মানুষ যখন শান্তিপূর্ণভাবে বসবাস করছে তখন ভারতের মতো রাষ্ট্রে মুসলমানদের উপর নির্যাতনসহ মানবতার মহানায়ক হরযত মুহাম্মদ স. ও তার স্ত্রী আয়েশা রাঃ কে উদ্দেশ্য করে নেক্কারজনক বক্তব্য অত্যান্ত নিন্দাজনক। বক্তারা এসময় হযরত মুহাম্মদ স. ও আয়েশা রাঃ এর বিরুদ্ধে অপমানকজনক বক্তব্যদানকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।