সোহাগ কবিরাজ:
ভারতে হযরত মুহাম্মদ স. ও আয়েশা রা: কে উদ্দেশ্য করে কটূক্তি করার প্রতিবাদে রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, প্রতিবাদ ও ক্ষোভ অব্যাহত রয়েছে।
করপাড়া ইউনিয়নের শ্যামপুর, লক্ষ্মীধরপাড়া, আলীপুর, রামগঞ্জ সরকারী ও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরাও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।
শ্যামপুর মিয়ার বাজার ব্যবসায়ী ও যুবসমাজের উদ্যেগে সম্প্রতি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা মোঃ সোহেল, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিগণ।