নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পানিয়ালা দূরন্ত ক্লাবের এক যুুগ পূর্তি অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
ডাক্তার শাকিল হোসেনের সার্বিক তত্বাবধানে ও হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল পাটোয়ারী ফিতা কেটে ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন, কেক কেটে ও ক্লাবের লোগো সম্বলিত টিশার্ট উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম মিরন, আবুল হাশেম খন্দকার, বিশিষ্ট শিক্ষাবিদ আলী হোসেন নয়ন, স্কুল শিক্ষক আবদুল মোতালেব জুয়েল প্রমূখ।