সাকাওয়াত হোসেন সাকা:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৯ কোটি ২৬ লক্ষ ৮৮হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের একটি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় থেকে ট্যাক্স বাবত ১ কোটি ৫৩ লক্ষ ৯৩ হাজার টাকা, পানি শাখা থেকে ১ কোটি ৩৬ লক্ষ ৬৫ হাজার টাকা, সরকারী উন্নয়ন অনুদান থেকে ২৩ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ও প্রারম্ভিক মজুদ ৪ কোটি ২০ লক্ষ টাকা । ব্যয় খাতে জেনারেল ও কর আদায় এস্টাবলিশমেন্ট খাতে ৩ কোটি ৯৮ লক্ষ ৮৫ হাজার টাকা, অবকাঠামো উন্নয়ন, রক্ষনাবেক্ষন ও পানি শাখায় ৬ কোটি ৫৮ লক্ষ ৩০ হাজার ৩শত ৬১ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী বিভাগে ৩ কোটি ১৭ লক্ষ ৫ হাজার, অনুদান ও শিক্ষা -সংস্কৃতি খাতে ১৭ লক্ষ টাকা এবং সমাপনী স্থিতি ৩ কোটি ৯৩ লক্ষ১৩ হাজার ৬শত ৩৯ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলাল, হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম হোসেন, পৌর কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, কাউন্সিলর সামছুল ইসলাম সুমন, কাউন্সিলর মোঃ রাশেদুজ্জামান, কাউন্সিলর মোঃ মনির হোসেন রানাসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।