নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযানে মোঃ রুবেল (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ।
থানা পুলিশ জানায়, শনিবার বিকালে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চিতোষী সড়কের চামেলী স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন, উপ পরিদর্শক মোঃ সোহরাব হোসেন মোঃ রুবেলকে আটক করে। এসময় তার কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত মোঃ রুবেল রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের মোঃ সফি উল্যাহ ওরফে সফু মিয়ার ছেলে। এছাড়াও তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় আরও ৩টি মামলা রয়েছে।