নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার সুযোগে প্রভাবশালী এসব ব্যক্তিরা দীর্ঘ দিন থেকে সড়কের পাশ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে ঐ এলাকার সুবিধাভোগীরা যেমন বঞ্চিত হচ্ছে তেমনি সরকারও হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।
জানা গেছে, রামগঞ্জের আলীপুর পোলের গোড়া থেকে দল্টা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের উভয় পাশে ১৪/১৫ বছর আগে এবং লক্ষ্মীধরপাড়া বাজার হতে দিঘীরপাড় সড়কে সামাজিক বনায়নের গাছ লাগানো হয়।
গাছগুলো ২/৩ বছর আগে কাটার উপযুক্ত হলেও দেখ ভালর অভাবে বেশ কিছু গাছ ঝড়ে তুফানে পড়ে, কিছু গাছ মরে গিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে। এই সুযোগ গ্রহণ করে স্থানীয় প্রভাবশালী বেশ কিছু ব্যক্তি সড়কের দুই পাশের গাছগুলো কেটে নিচ্ছে।
গত রবিবার লক্ষ্মীধরপাড়া বাজার হতে দিঘীর পাড় সড়কের গাছ কাটতে আসে ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার ফজলুল হক খোকা।
এসময় জানতে চাইলে ফজলুল হক খোকা জানান, সব ম্যানেজ করেই গাছ কেটে নিয়ে যাচ্ছি। এলাকার লোকজন জানান অনেক আগেই গাছগুলো কাটার উপযুক্ত হলেও সঠিক তদারকির অভাবে যে যার ইচ্ছে মতো গাছ কেটে নিয়ে যাচ্ছে। এলাকার অনেকেই রাতের আঁধারে ভালো গাছগুলো কেটেও পুরান ডালপালা ও পাতা দিয়ে আড়াল করে রাখে।
রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা ও জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমার জানামতে উক্ত সড়কের কাউকে গাছ কাটার অনুমতি দেয়া হয়নি। আমি জেলা বৃক্ষ রোপন কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছি। তারপরও লোক পাঠাচ্ছি ঘটনাস্থলে। বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।