নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হানিফ পাটোয়ারীর জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা পৌর জগৎপুর গ্রামের উত্তর জগৎপুর বায়তুর রাব্বি জামে মসজিদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মসজিদের খতীব মাওলানা মোঃ আবদুল কাইয়ুম।
পরে হানিফ পাটোয়ারী বাড়ীর পারিবারিক কবরস্থানে দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান মিরন, বিএনপি নেতা ডাক্তার জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোরশেদ আলম, আবদুল হান্নান টিটু, এম আর মিলনসহ হানিফ পাটোয়ারীর নিকটাত্মীয়গণ।
উল্লেখ্য বর্ষিয়ান রাজনীতিবিদ হানিফ পাটোয়ারী গত ২২ জুলাই শুক্রবার সকাল ১১টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।