নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ ফাহাদ হোসেন (২১) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১১টায় এ দূর্ঘটনা ঘটে।
ফাহাদ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আবু সরকার বাড়ীর প্রবাসী গোলাম সিদ্দিকের ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দশঘরিয়া থেকে রামগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাটি দ্রুত গতিতে রামগঞ্জ বাস টার্মিনাল এলাকার জননী কাউন্টারের সামনে এসে বিপরিত দিক থেকে আসা ফাহাদকে বহনকারী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর পরই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিএনজি অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল চালক ফাহাদ রাস্তায় ছিটকে পড়ে মাথা থেতলে গিয়ে মারাত্মক আহত হয়।
দূর্ঘটনার বিকট শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে মুমুর্ষবস্থায় ফাহাদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।