মো. সোহাগ কবিরাজ:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর সামাজিক সংগঠন “মানবতার তর” এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনার আয়োজন করা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর মানবতার তরে সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খোকন পাটোয়ারী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ছলিম উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা কামাল হোসেন ও মাওলানা হাফেজ ইয়াহিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবতার তরের সভাপতি হান্নান পাটোয়ারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের বাবার জন্য দোয়া করা হয়।