নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ পাটোয়ারী মার্কেটে নাগমুদ প্রবাসী আশার আলো যুব ক্রীড়া সংঘের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ হাসান আক্তার জুয়েল এসময় শিক্ষা উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন।
স্থানীয় ইউপি সদস্য আমিনুর রশিদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওয়ে গ্রুপের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মোল্লা, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক।
প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মামুন পাটোয়ারীসহ এক ঝাঁক যুবক গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ, অসহায় ও দুস্থদের বিভিন্ন সেবা দিতে প্রতিষ্ঠা করেন নাগমুদ প্রবাসী আশার আলো যুব ক্রীড়া সংঘ।