নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে রবিবার (০২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শেখ জামাল রিপনের নেতৃত্ব মানববন্ধন করেছে যুবলীগের নেতাকর্মীরা। নিহত আলাউদ্দিন সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং রশিদপুর গ্রামের সাদেক উল্যা পাটোয়ারীর ছেলে।
এদিকে হত্যার শিকার যুবলীগ নেতা আলাউদ্দিনের ছেলে মোঃ আকাশ বাদী হয়ে ১ অক্টোবর রাতে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক ছাত্রলীগ নেতা শেখ কামাল স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জন্টু দেবনাথ, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীন রুমি পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারী, এ্যাডভোকেট নিগার হায়দার ও এডভোকেট আব্দুস সামাদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন ।