সাখাওয়াত হোসেন সাকা:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ৬নম্বর লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের নতুন বাড়িতে (সাবেক বাইল্লার বাড়ি) অগ্নিকাণ্ডে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। সবকিছু হারিয়ে শোকের মাতম চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে করপাড়ার আজিমপুর ও লামচর ইউপির সীমান্তবর্তী কাশিমনগর গ্রামের নতুন বাড়ির (সাবেক বাইল্লার বাড়ি) প্রবাসী মোঃ দেলোয়ার হোসেনের বসতঘরে।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, মোহাম্মদীয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তার পূর্বেই বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত পরবর্তীতে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এরই মধ্যে লামচর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ পাটোয়ারী জিসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উদ্ধার কাজে সহযোগিতা করেন। পাশাপাশি তাকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বসত করার জন্য ব্যবস্থার পদক্ষেপ নিয়েছেন।
রামগঞ্জ থানাধীন মোহাম্মদীয়া বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু ইউসুফ জানান, খবর পাওয়া মাত্রই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রবাসীর স্ত্রী বাড়িতে ছিলেন না। তার ছেলে মোঃ সিফাত হোসেন (১৫) বাড়িতে ছিলো। আগুনে ঘরের ফ্রিজ, খাট, আলমিরা, টেলিভিশন, সিলিং ফ্যানসহ যাবতীয় জিনিসপত্র ছাঁই হয়ে যায়।