নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ২০২২ সালের কার্যকরী কমিটির গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধায় আউগানখীল চতলা বাজার সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাগনের সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা রাশেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের আলো রামগঞ্জ প্রতিনিধি ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কাউছার হোসেন।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হলেন মাহবুব রাব্বানী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আরমান রাসেল, সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন, ফয়েজ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান সৌরভ, রিপন হোসেন, সোহেল আহম্মেদ, সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ইয়াছিন আরাফাত জীবন, মোঃ শাওন হাসনাত, কোষাধ্যক্ষ কাজী রাব্বানী, সহ কোষাধ্যক্ষ মিল্লাদ হোসেন, প্রচার সম্পাদক কাজী আশরাফ, সহ-প্রচার সম্পাদক ফারহান আহম্মেদ ফাহাদ, সমাজসেবা সম্পাদক শেখ মাকসুদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান মাহামুদ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, ক্রীড়া সম্পাদক জহির কাজী, সহ-ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন। কার্যনির্বাহী সদস্য তসলিম মোল্লা, কামাল হোসেন, রাজু হোসেন,গোলাম মোস্তফা, ইমন হোসেন, কামাল হোসেন, ওমায়ের বিন সাত্তার, আবদুল আজিজ।
এসময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম কবির। অ্যাপোলো হাসপাতালের পরিচালক ও ফাউন্ডেশন এর উপদেষ্টা ফিরোজ খান।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারী মাসে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন রোগীদের বিনা মূল্যে রক্ত প্রদান, বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে ফ্রিতে ঔষধ প্রদান, গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সরঞ্জাম বিতরনসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
এছাড়াও করোনা কালীন বিনামূল্যে মাক্স বিতরণ, গরীব ও অসহায় ব্যক্তিদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সময়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করেছে সংগঠনটি। এছাড়াও সমাজের আরো অন্যান্য উন্নয়নমূলক কাজে এবং সমাজের উপকার হবে এই ধরনের কাজের সাথে সব সময় সম্পৃক্ত রয়েছে, স্বপ্নচূড়া ফাউন্ডেশন।