মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলার মাইজপাড়া রাঢ়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। সে ডাচ্ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। ঘাতক পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো-ন ২১-২৯০০) জব্দ করলেও চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ইব্রাহিম লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা কারাগারের সামনে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে রাস্তায় পড়ে যায়। মাথায় হেলমেট থাকলেও সেটি ভেঙে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হওয়া গেছে।
ব্যাংকের লোকজনের সাথে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃতদেহ এবং জব্দকৃত গাড়ি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।