কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর সহধর্মিনী রওশন আরা মনি (৫০) আজ রবিবার সকাল ৬টার সময় ঢাকার স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে রওশন আরা মনি স্বামী, দুই ছেলে, একমেয়েসহ অংসখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
রওশন আরা মনির নিকটাত্মীয়রা জানান, হসপিটালের সকল নিয়ম শেষে আজ বেলা ১২টায় ঢাকার নিজ বাড়ীর সামনে প্রথম জানাজা ও বিকাল ৪টায় রামগঞ্জ উপজেলার জগৎপুর গ্রামের ছেরাজ ডাক্তার বাড়ী জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হতে পারে।
সাবেক সাংসদ মৃত মমিন উল্যাহ বিএসসি’র ভাতিজা ইমাম হোসেন দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন তার স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।