নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে প্রতিবাদ সমাবেশ করেছে পদ বঞ্চিত ইউনিয়ন বিএনপির একাংশ।
আজ রবিবার বিকেলে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর নবীর সভাপতিত্বে সাবেক সহ সভাপতি হাজী মোশারেফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উপজেলা বিএনপির এই কমিটি বহিরাগত এলডিপির শাহাদাত হোসেন সেলিমের অনুসারী ও বিতর্কিত লোকজন দিয়ে গঠন করা হয়েছে। অতীতে যারা দলের জন্য ত্যাগ করেছেন, বর্তমান সরকারের পুলিশ বাহিনীসহ আওয়ামীলীগের নেতৃত্বাধীন লোকজন দ্বারা হামলা মামলা ও জেল, জুলুম নির্যাতন সহ্য করেছে তাদেরকে বর্তমান কমিটিতে রাখা হয়নি। এর একটাই কারন থাকতে পারে। আগামী নির্বাচনে বর্তমান আওয়ামীলীগের কাছে দলকে বিক্রি করার পায়তারা করছে শাহাদাত হোসেন সেলিমসহ তার অনুসারীগণ। এটা খুবই দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যখন সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে জাতীয়তাবাদীদলের রাজনীতি ও সরকার বিরোধী আন্দোলন জোরদার করা হয়েছে। ঠিক সে সময় এমন বিতর্কিত কমিটি দলকে আরো বিপদে ফেলবে বলেও বক্তাগণ জানান।
এটা একটি উদ্দেশ্যপ্রণোদিত কমিটি। কিছু ব্যক্তিকে খুশি করতে এবং স্বার্থ হাসিলের জন্য এই পকেট কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আবিদ হোসেন, সালাউদ্দিন পাটোয়ারী, রিপন পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাতিদলের নেতৃবৃন্দসহ ইউনিয়নের ১০টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে অবিলম্বে এই কমিটি বাতিল করে, সৎ, যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করার আহবান জানান আন্দোলনকারীরা।