ইকবাল হোসেন:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাসমান কৃষি সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ) এর ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণার অর্থায়নে ভাসমান কৃষির আধুনিকায়ন প্রযুক্তি ও পরিবর্তনশীল আবহাওয়ায় কৃষি মোকাবিলার উপর কৃষক প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নোয়াখালী সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রামগঞ্জ ও চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
নোয়াখালী বারি’র সিএসও ড. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. বিমুল কুন্ড (আর.এ.আর.এস বরিশাল)।
এছাড়াও বৈজ্ঞানিক সহকারি মোঃ আবুল হোসেন ও আল আমিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান এবং রামগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কুমার বর্মন প্রমূখ।