নিজস্ব প্রতিবেদক:
জেলার খিলবাইছা এলাকার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী সংগঠন ৫২’র সিড়ি বেঁয়ে ৭১’র পাঠাগারের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সদ্য ঘোষিত এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ৫২’র সিড়ি বেঁয়ে ৭১’র পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হামদে রাব্বী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও আয়োজনে ছিলো ৫২’র সিড়ি বেঁয়ে ৭১’র পাঠাগারের মূল পৃষ্ঠপোষক বাংলাদেশ ডেভেলপমেন্ট এসোসিয়েশন জাপান এর ম্যানেজিং ডিরেক্টর নেওয়াজ শরীফ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জীবন গড়ার আহবান জানান।