নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামের বছির উদ্দিন (৩২) গাছ থেকে পড়ে আহত হওয়ার তিনদিন পর আজ ভোরে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বছির উদ্দিন একই এলাকার জমাদ্দার বাড়ীর মৃত ছফি উল্যার ছেলে ও তিন সন্তানের জনক।
বাড়ীর লোকজন ও নিকটাত্মীয়রা জানান, বছির উদ্দিন পেশায় একজন গাছ ব্যবসায়ী ছিলেন। গত শুক্রবার গ্রামের একটি কদম গাছ কিনে ডালপালা কাটার সময় হটাৎ হাত ফসকে মাটিতে পড়ে মারাত্মক আহত হন।
বাড়ীর লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটখিল সরকারী হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেন চাচা তাজুল ইসলাম।