মোহাম্মদ সোহাগ: চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ খোকন এর মেয়াদকালের এক বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শাহজাদা ইকবালের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, সাবেক পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী ও সাজ্জাদ হায়দার সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমির, বেল্লাল চৌধুরী।