মোঃ সোহাগ :
নোয়াখালীর চাটখিলে ঢাকা তিতুমীর কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাউসার হামিদ তুহিনকে কম্বল বিতরণে বাধা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
নোয়াখালীর চাটখিলে আজিজ সুপার মার্কেটে ২য় তলায় ছাত্রদলের অফিসে গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অভিযোগ করে তিনি বলেন, আমি গত ৯ বছর ধরে নিজ এলাকায় আসতে পারছি না, আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণের উদ্যেগ নিয়ে এলাকায় আসি।
আমার রাজনৈতিক সহকর্মীরা আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা থাকে। কিন্তু এলাকার কিছু মাদক কারবারি ও সন্ত্রাসীরা আমাদের দলের নেতাকর্মীর উপর হামলা করে।
আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
কাউসার হামিদ তুহিন বৈকুন্ঠপুর গ্রামের সাবেক মৃত ওবায়দুল হকের সন্তান।