মোঃ সোহাগ হোসেন:
বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নোয়াখালী জেলা সভাপতি ও কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার তার নিজ বাড়ি চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন বড় বাড়িসহ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েলের সাথে কথা বলে জানা যায়, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন অসহায় দরিদ্রের মাঝে তার সাধ্যের মধ্যে তিনি সহযোগিতা করে যাবেন। বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগের সময় (অতিরিক্ত শীতে, বন্যায়) বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা, বাসস্থানের ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা।
তার স্বপ্ন বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুন নবী ও মা মারজাহান বেগমের নামে একটা ট্রাষ্ট প্রতিষ্ঠা করে সমাজের অসহায়দের পাশে থাকবেন আমৃত্যু এবং জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু করবেন। তার সাথে আর্থিক সহযোগিতা করেন রামগঞ্জ উপজেলা ৮ নং করপাড়া বিজয় ডাঃ বাড়ির সমাজসেবক ও চিকিৎসক অধ্যাপক ডাঃ বিজয় কৃষ্ণ দাস।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার মানবাধিকার কমিশন এর দপ্তর সম্পাদক ও সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোজাম্মেল হক লিটন, নোয়াখালী জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাঈন উদ্দিন সবুজ ও বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন প্রমূখ।