সাজ্জাদুল ইসলাম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মোহাম্মদিয়া বাজার হলি মিশন।
শনিবার (১লা জুলাই) সন্ধা ৭ টায় নিজস্ব অফিসে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের দায়িত্বশীল জহির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা এন্ড কোং সার্ভিসিং লিমিটেড এর (সিইও) মশিউর রহমান সোহান , বিশেষ অতিধি ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, ডিএফএল এর পরিচালক মোশাররফ হোসেন সেলিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ৮ নং করপাড়া ইউনিয়ন সভাপতি ছলিম উল্যাহ ও মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালেহ্ উদ্দিন মামুন ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর দিশারির সভাপতি পারভেজ হোসেন, কালিকাপুর সূর্যোদয় সংঘের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, গৌরিপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি শাহ আলম সবুজ, বদরপুর যুব উন্নয়ন সংঘের সদস্য নিয়াজ মাকদুম সালেহ্, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের কোষাধ্যক্ষ রায়হানুর রহমান. পূর্ব হাসুন্দী একতা যুব সংঘের সদস্য আমিনুল ইসলামসহ সংগঠনের সদস্য কাউছার হামিদ মিঝি, জাহিদ হোসেন, জান্নাত হোসেন , রাছেল হোসেন, সাহিদুল ইসলাম, নুহেল হোসেন,, ইউসুফ শামীম, আল আমিন, মাকছুদ হোসেন,মেহেদি হাসান, নুর আলম, তামীম হোসেনসহ স্থানীয় পেশাজীবি ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান সোহান বলেন, দেশ ও জাতি গঠনের জন্য মেধাবী ছাত্র তৈরিতে আমাদের কাজ করতে হবে। এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে সবাইকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবায়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জহির হোসেন বলেন, “চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে” এই স্লোগানে ২০১৯ ইং সনের ৬ই মে সংগঠনটির অগ্রযাত্রা শুরু হয়। জাতীয় দূর্যোগ করোনা মহামারীর সময় স্বাস্থ্য সচেতনতা মূলক লিফলেট বিতরণ, অক্সিজেন সেবা ও খাদ্য সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে ছিলাম।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, ঈদে কোরবানির গোস্ত বিতরণ, গরীব পরিবারের সন্তানের বিয়েতে সহযােগিতা প্রদান, অবৈতনিক শিক্ষাদান, দারিদ্র বিমোচন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানসহ অসংখ্য সামাজিক কার্যক্রম আমরা পরিচালিত করে আসছি।
সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীল সালেহ্ উদ্দিন মামুন বলেন, মোহাম্মদিয়া বাজার হলি মিশন “আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন” । এই সংগঠনের সকল সদস্যেরা সামাজিক কাজের পাশাপাশি নিজেদের জীবনের গতিকে সফল করতে হবে। কারণ নিজেদের গড়ে তুলতে পারলে সংগঠনের কাজ সঠিকভাবে চলবে। এছাড়াও সামাজিক সকল ধরনের কাছে সবসময় সাথে থাকার অঙ্গিকার জ্ঞাপন করেন। তিনি আরও বলেন নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের প্রবাসী শুভাকাঙ্খী ও সদস্যদের জন্য দোয়ার আয়োজন ও কেক কাটা হয়।